মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ (সেরা 5 টি) | মোবাইলে টিভি দেখার উপায়
যখনই আমাদের ফ্রী সময় থাকে । তখন আমরা মোবাইলে গেম খেলি অথবা টিভি চালু করে টিভি প্রোগ্রাম দেখি । এবং যদি কোনো ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, তাহলে শুধুমাত্র ক্রিকেট দেখা হয় ।
![]() |
মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ |
কিন্তু মাঝে মাঝে এমন হয় যে আমরা বাড়িতে নেই । এবং আমাদের কোন প্রিয় শো, সিনেমা, নিউজ, সিরিয়াল ক্রিকেট ইত্যাদি দেখতে ইচ্ছা করে । তাই এমন পরিস্থিতিতে আমাদের মোবাইলেই টিভি চ্যানেল দেখতে হয় । কিন্তু কিছু তথ্যের অভাবে আমরা জানি না, আমরা কিভাবে আমাদের মোবাইলে টেলিভিশন প্রোগ্রাম, সিনেমা, নিউজ, সিরিয়াল বা ক্রিকেট ম্যাচ দেখতে পারি ।
তাহলে আমরা আজকে জানবো কিভাবে মোবাইলে লাইভ টেলিভিশন প্রোগ্রাম, সিনেমা, নিউজ, সিরিয়াল বা ক্রিকেট ম্যাচ দেখতে পারি ? বা মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ, মোবাইলে ফ্রি টিভি দেখার উপায়, মোবাইলে টিভি দেখার উপায়, মোবাইলে টিভি দেখার সফটওয়্যার, মোবাইল থেকে টিভি কিভাবে দেখবো, মোবাইলে টিভি কিভাবে দেখতে পারি ? এ সম্পর্কে আমরা জানতে চলেছি । যার সাহায্যে আপনি আপনার পছন্দের অনুষ্ঠান উপভোগ করতে পারবেন অথবা যে কোন সময়, যে কোনো জায়গায় ম্যাচ দেখতে পারবেন ।
মোবাইলে টিভি দেখার উপায় :
বন্ধু যদি আপনি আপনার মোবাইলে আপনার পছন্দমত টিভি প্রোগ্রাম বা ক্রিকেট ম্যাচ দেখতে চান তাহলে এজন্য আপনাকে কোনো অ্যাপের সাহায্যে নিতে হবে । গুগল প্লে স্টোরে এরকম অ্যাপ অনেক রয়েছে । যার ব্যবহার করে আপনি আপনার মোবাইলে লাইভ টিভি দেখতে পারবেন । তাহলে চলুন জানা যাক মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ গুলি কি কি ?
আরো পড়ুন :-ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করার উপায় | কিভাবে ফেসবুক পেজ থেকে টাকা আয় করা যায়
মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ (সেরা 5 টি)
মোবাইলে টিভি দেখার জন্য সেরা পাঁচটি অ্যাপ নিম্নলিখিত যার ব্যবহার করে আপনি আপনার মোবাইলে টিভি দেখে Entertainment করতে পারবেন ।
Jio Tv - মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ
এটি একটি Paid অ্যাপ্লিকেশন । কিন্তু যদি আপনি জিও User হয়ে থাকেন তাহলে আপনার জন্য লাইভ টেলিভিশন দেখার জন্য বেস্ট অ্যাপ্লিকেশন হতে পারে । এখানে আপনি Star, Zee, Max এরমতো সকল টিভি চ্যানেল দেখতে পারবেন । এখানে সকল চ্যানেল HD পেয়ে যাবেন । আপনি আপনার মোবাইল থেকে যেকোন জায়গায় বসে লাইভ টেলিভিশন উপভোগ করতে পারবেন । এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি ক্রিকেট ম্যাচ, খবর, সিনেমা বা ফেভারিট টিভি প্রোগ্রাম দেখতে পারবেন ।
Hotstar - মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ
মোবাইলে লাইভ টিভি ম্যাচ বা টিভি প্রোগ্রাম দেখার জন্য Hotstar একটি পপুলার অ্যাপ্লিকেশন । এখানে আপনি Star Plus, Life Ok এরমতো অনেক চ্যানেল পেয়ে যাবেন । ক্রিকেট ম্যাচ দেখার জন্যও আপনি Star Sports চ্যানেল পেয়ে যাবেন । এই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনি যেকোন যায়গায় যেকোন সময় লাইভ টেলিভিশন উপভোগ করতে পারবেন ।
আরো পড়ুন :-টাকা ইনকাম করার অ্যাপ 2021 | app দিয়ে টাকা ইনকাম | Top 20 Paytm earning apps 2021
NexGTv HD - মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ
এটিও একটি মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ । এখানেও আপনি লাইভ নিউজ, মিউজিক, সিনেমা সকল কিছু দেখতে পারবেন । লাইভ টিভি দেখার জন্য এই অ্যাপটিকে অনেক লোকেই পছন্দ করেন । এই অ্যাপটি এখনো পর্যন্ত মোটামুটি 10 মিলিয়নের থেকেও উপরে ডাউনলোড করা হয়েছে ।
YuppTV - মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ
মোবাইলে টিভি দেখার জন্য এই অ্যাপটি ও অনেক ব্যবহার করা হয়ে থাকে । এখানে আপনি কিছু আলাদা আলাদা ফিচারস পেয়ে যাবেন । এর লাইভ স্ট্রিমিং অনেক ভালো হয়ে থাকে । যার কারণে Slow ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও আপনি সহজেই লাইভ টিভির উপভোগ করতে পারবেন । কিন্তু এই অ্যাপ্লিকেশনে আপনি সকল চ্যানেল ফ্রিতে পাবেন না, সকল চ্যানেল দেখার জন্য আপনাকে Monthly Subscription pack নিতে হবে ।
যদি আপনি Monthly Subscription pack নিতে না চান তাহলে আপনাকে ওই অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট বানিয়ে আপনার বন্ধু বান্ধব কে শেয়ার করতে হবে । আর সে যদি আপনার লিঙ্ক দিয়ে ইন্সটল করেন তাহলে আপনি 50 ক্রেডিট পেয়ে যাবেন যার ব্যবহার করে আপনি ফ্রিতে চ্যানেল দেখতে পারবেন ।
ZEE5 - মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ
ZEE5 অ্যাপটি লাঞ্চ করে বেশি দিন হয় নাই । কিন্তু কোয়ালিটি এবং ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য এই অ্যাপটি কম সময়ের মধ্যে অনেক পপুলার হয়ে উঠেছে ।
এখনো পর্যন্ত ZEE5 অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর 10 মিলিয়নের থেকেও বেশি লোকে ডাউনলোড করেছেন আর এর সুবিধার লাভ নিয়েছেন । আর আপনিও যদি মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ খুঁজছেন তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনার জন্য বেস্ট হতে পারে ।
DittoTV - মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ
মোবাইলে লাইভ টেলিভিশন দেখার জন্য এটিও একটি বেস্ট অ্যাপ্লিকেশন । Zee এর দ্বারা এই অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে । এই জন্য আপনি এখানে Zee এর সকল চ্যানেল পেয়ে যাবেন । কিন্তু এখানে Star চ্যানেলের কোনো চিহ্নই পাবেন না । এই অ্যাপ্লিকেশনে মোবাইলে লাইভ টিভি উপভোগ করার জন্য প্রতিমাসে মাত্র 20 টাকা দিতে হয় ।
আরো পড়ুন :-মোবাইল দিয়ে Photo থেকে Cartoon photo কীভাবে করবেন | How to Change Photo to Cartoon
শেষকথা :
তো এই ছিল মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ (সেরা 5 টি) । গুগল প্লে স্টোরে এরকম অনেকে অ্যাপ পেয়ে যাবেন কিন্তু আমি এখানে বেছে বেছে বেস্ট এপ্লিকেশনগুলোকে লিস্ট করেছি যা থেকে আপনি সহজেই মোবাইলের সাহায্যে টিভি দেখতে পারবেন । যদি আপনাকে "মোবাইলে টিভি দেখার সেরা অ্যাপ ( সেরা 5 টি)" মোবাইলে টিভি দেখার উপায় এই পোস্টটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর যদি এই পোস্ট রিলেটেড কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন । ধন্যবাদ !
আরো পড়ুন :-ভিডিও এডিট করার সফটওয়্যার (10টি) | ভিডিও এডিট করার apps | Best VIDEO EDITING SOFTWARE 2021
0 মন্তব্যসমূহ