ফ্রিল্যান্সিং কি | ফ্রিল্যান্সিং জব | freelancing কি
যদি আপনিও ফ্রিল্যান্সার হতে চান আর বাড়িতে বসে টাকা আয় করতে চান এর সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান এই আর্টিকেল পাবেন । কেননা এই আর্টিকেলে বলব যে ফ্রিল্যান্সিং কি বা ফ্রিল্যান্সিং থেকে টাকা আয় কিভাবে করবেন । সাথে জানবেন যে অনলাইন ফ্রিল্যান্সিং চাকরি কিভাবে বা কোথা থেকে করা যেতে পারে ?
![]() |
ফ্রিল্যান্সিং কি ? |
আমাদের দেশ ভারতে মোটামুটি 68% লোক বেরোজগার আছে । আর যে লোক গুলো চাকরি করছে বা যে রোজগার পেয়েছে উনাদের থেকেও অধিক লোক চাই যে নিজের একটি বিজনেস করতে বা নিজে মালিক হতে । কেননা সকাল 9 টা হইতে বিকাল 5 টা পর্যন্ত আবার কোথাও 8 পর্যন্ত অফিসে কাজ করতে হয় সাথে মালিকের গালি খাওয়াও শুনতে হয় এসব অনেকেরই পছন্দ নয় ।
আর এই সমস্যাটার সমাধান হলো ফ্রিল্যান্সিং । হ্যাঁ ঠিকই শুনেছো ফ্রিল্যান্সিং থেকে আপনি ঘরে বসে অনলাইনে টাকা আয় করতে পারবেন । আর আপনি এখন ভাবছেন যে ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং থেকে কিভাবে টাকা আয় করা যায় ? ফ্রিল্যান্সিং কিভাবে হবেন ? তাহলে চলুন জানা যাক এ সকল প্রশ্নের উত্তর ।
ফ্রিল্যান্সিং কি
ফ্রিল্যান্সিং এর মানে হচ্ছে নিজের কিছু দক্ষতাকে কাজে লাগিয়ে টাকা আয় করা । এটাকে একটি উদাহরণ এর মাধ্যমে জানা যায় । ধরুন আপনি ওয়েব ডিজাইনিং কাজ করতে পারেন আর আপনি আগে কোন কোম্পানিতে ওয়েব ডিজাইনের কাজ করছিলেন । আর কোন ব্যক্তি যদি জিজ্ঞেস করে যে আপনি কি আমার সাইটে ডিজাইন করে দিতে পারবেন ? আর আপনার উত্তর যদি হ্যাঁ হয় ।
আর ওই ব্যক্তির কাজ অফিস ছুটি হওয়ার পর ওয়েব ডিজাইন করে দেন তাহলে কাজ শেষ হওয়ার পর আপনাকে কিছু শ্রম দান দেন । কাজ করার এই পুরো প্রক্রিয়াটাই হলো ফ্রিল্যান্সিং যা ফ্রিল্যান্সিং জব বলা হয়ে থাকে । আর যে লোক ফ্রিল্যান্সিং করে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয় ।
ফ্রিল্যান্সিংয়ে আপনাকে কোনো পার্টিকুলার কোম্পানিতে বা firm এর জন্য কাজ করতে হয় না । আপনাকে নিজেকে ক্লায়েন্ট খুঁজতে হয় আর ওর জন্য কাজ করতে হয় । এক একটি ক্লায়েন্টের কাজ শেষ করার পর অন্য একটি ক্লায়েন্টের জন্য কাজ করতে হয় । এই প্রক্রিয়াটি এভাবেই চলতে থাকে । ফ্রিল্যান্সিং একটি skill based job হয় । যেখানে লোক নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে টাকা আয় করেন । এ দক্ষতা আলাদা আলাদা হয়ে থাকে যেমন :-
Online Freelancing Jobs
- Writing
- Online Teaching
- Blogging
- Graphics Designing
- Consultancy Work
- Web Designing
- Digital Marketing
- Translate
- Seo
- Logo design
- Video editing
- Thumbnail editing
- Photo editing etc.
ফ্রিল্যান্সিং কিভাবে করবেন ?
আমি উপরে বলেছি যে ফ্রিল্যান্সিং একটি skill based job যেখানে কোন ব্যক্তি নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে টাকা আয় করেন । এজন্য যদি আপনি ফ্রিল্যান্সিং থেকে টাকা আয় করতে চান তাহলে আপনার দক্ষতা কি জানুন যে আপনি কে কাজ করতে পারবেন ? এমন কি কাজ আছে যে আপনি ফ্রিতে করতে পছন্দ করেন ?
এখন যদি জানেন যে আপনার দক্ষতাটা কি তার উপর কাজ করুন অর্থাৎ সেটা ভালো করে শিখুন এবং পেশা অনুসারে শুরু করুন । নিজের কাজকে ভালোভাবে করুন এবং নতুন নতুন ভাবে শিখুন । কারণ আপনার যাতে ক্লায়েন্টকে সস্তা এবং ভালোভাবে কাজটি করে দিতে পারেন । এরপর স্কিল শেখার পর ব্যাপার হচ্ছে যে ফ্রিল্যান্সিং জব করার জন্য কি কি প্রয়োজন ?
ফ্রিল্যান্সিং কাজের উপর নির্ভর করে , এবং অধিক ফ্রিল্যান্সিং জব অনলাইন হয় । এই জন্য নিচে দেওয়া জিনিস গুলো প্রয়োজন ।
- একটি কম্পিউটার বা ল্যাপটপ
- ইন্টারনেট কানেকশন
- স্মার্ট ফোন
- একটি ইমেইল আইডি
- ব্যাংক একাউন্ট
আপনার ক্লায়েন্টদের থেকে টাকা নেওয়ার জন্য অনলাইন পেমেন্ট মেথদ আপনার এবং আপনার ক্লায়েন্টদের সুবিধা অনুসারে সিলেক্ট করতে পারেন ।
যেমন :-
1.Paypal Account
2.Instamojo Account
3.Payoneer
ইত্যাদি ।
ফ্রিল্যান্সিং জব কোথায় করবেন এবং কিভাবে করবেন ?
এখন প্রশ্ন হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং জব কোথায় পাবেন ? এটার উত্তর হচ্ছে যে আপনার পরিচয় এবং ফ্রিল্যান্সিং ওয়েবসাইট । প্রথম উপায় হল যে আপনি আপনার পরিচয় কে ব্যবহার করুন । আপনার নেটওয়ার্ক যত বড় হবে ততো ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা বেশি হবে ।
আর দ্বিতীয় উপায় হল যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট । আজকাল অনেক ওয়েবসাইট ফ্রিল্যান্সিং এর কাজ করিয়ে থাকে । যার মাধ্যমে আপনিও কাজ করতে পারেন । এরকম ওয়েবসাইটে অনেক কাজ পেয়ে যাবেন যেখানে সহজ/কঠিন সব রকমের কাজ পাবেন ।
ফ্রিল্যান্সার ওয়েবসাইটে ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার সবাইকে পাবেন । সেখানে ক্লায়েন্ট তার কাজকে প্রকাশ করে এবং ফ্রিল্যান্সার ওই কাজটিকে করার জন্য এপ্লাই করেন । আর যার পরিচয়, কাজ এবং দাম ক্লায়েন্টএর পছন্দ হয় তাকেই কাজ দেন, কাজ শেষ হয়ে যাওয়ার পর পেমেন্ট করে দেন ।
আশা করি আপনি এখন জানলেন যে ফ্রিল্যান্সিং কি ? এবং কিভাবে করবেন কোথায় করবেন । নিচে কিছু জনপ্রিয় ফ্রিল্যান্সিং জব অফার করার ওয়েবসাইট এর নাম দিলাম যেখানে আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারেন এবং অনলাইন থেকে টাকা আয় করতে পারবেন ।
সেরা পাঁচটি ফ্রিল্যান্সিং জব ওয়েবসাইট
1.Toptal - Toptal Website উনাদের জন্য যারা ট্যালেন্টেড । এইজন্য এর নাম Toptal অর্থাৎ Top Talent রাখা হয়েছে । এই ওয়েবসাইটে অনেক টেলেন্টেড লোক লাইনে আছেন । যদি আপনার কিছু নলেজ বা স্কিল থেকে থাকে তাহলে এই ওয়েবসাইটে কাজ করতে পারেন ।
2. Peopelhour – Peoplehour Website থেকে কাজ করে টাকা নেওয়া অনেক সহজ । এখানে আপনি কাজ করার জন্য অনেক ক্যাটাগরির কাজ পাবেন । যেমন:- Desing, Web & Mobile Development, Writing & Translation, Photo Retouching/Editing ইত্যাদি ।
3. Freelancer – Freelancer.com একটি অনেক বড়ো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট । কেননা এই ওয়েবসাইটটি কি সারা বিশ্বের লোক ব্যবহার করেন । এখানে আপনি ছোট বড় সব কোম্পানির কাজ পেয়ে যাবেন এমন অনেক প্রকারের কাজ পেয়ে যাবেন যা করে টাকা আয় করতে পারবেন ।
4. Upwork – Upwork ও একটি অনেক বড় সাইট যেখানে ফ্রিল্যান্সিং জব অফার করে থাকে । এখানে Accont Approved করা অনেক মুশকিল কাজ কিন্তু এখান থেকে টাকা নেওয়ার অনেক অপশেন রয়েছে সহজে পেমেন্ট নিতে পারবেন ।
5. Fiverr – Fiverr.com একটি আমাজিং ওয়েবসাইট । এখানে অনেক দামী দামী কাজ পাবেন ক্লায়েন্টদের জন্য মূল্যটা বেশী হলেও ফ্রিল্যান্সারদের জন্য ভালোই হবে । এই জন্য এখানে কাজ করে বেশি পরিমাণে টাকা আয় করা যায় ।
আপনি কি শিখলেন ?
এই আর্টিকেলে আপনারা জানলেন যে ফ্রিল্যান্সিং কি ?, ফ্রিল্যান্সিং থেকে কিভাবে টাকা আয় করা যায় ? ফ্রিল্যান্সিং করার জন্য অনলাইন ওয়েবসাইট । এই আর্টিকেলটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না এবং এবিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করুন । ধন্যবাদ...
0 মন্তব্যসমূহ